Wednesday, December 29, 2010

তোমাই দেখি



 ভরা দুপুরে লেকের মাঝে
      সপ্নীল আভায় তোমাই খুজি,
ক্লান্ত শরীরে গভীর ঘুমে
      মায়ার জালে তোমাই দেখি।






 
আমার কথা তোমায় লেখি
      তোমার কথা জান্‌ব বলে,
তাইতো তুমি বলনা আমায়
      লুকিয়ে রাখ মনের আড়ালে।






 

তবুও আমার মন খুজে
      না জানা অনেক কথা,
যদিও আঁচলে ঢাকা থাকে
      তোমার সপ্নগাথা।








বলতে পারবে জোর গলায়
আমার এমন কেন হয়,
শোনার জন্য মন্‌টা আমার
      চায় যে সবসময়।









আমার চোখ বন্ধ হলে
      তুমি আস অগোচরে,
তাইতে চাই তুমি থাকো
      আমার সারাটা বেলা জুরে।







 আমার সপ্ন বেচে থাকে
      তোমার সপ্নের মাঝে,
তাইতো আমি বেঁচে আছি
      তেমায় দেখে দেখে।





Monday, December 20, 2010

কতদিন দেখি না তোমায়

আজ কতদিন তোমায় দেখি না। মাত্র ৫ মাস হল চিন দেশ আসার। মনে হচ্ছে কত বসর যেন তোমার মাটিতে হাটি না। তোমার মানুষের কথা শুনি না।


এই শীত আমার আর তোমার বূকে থাকা হল না। তোমার শীতের চাদর মাখা সন্দা আমি কি করে ভুলি, বলো। আর শীতের পীঠা, তা বলতেই যেন জিহবায় পানি এসে যায়। আমার খুব ইচ্ছা করে মার সাতে বসে সন্দায় শীতের পীঠা খেতে।

 
তুমি আমার কথা সবি বুঝ, তাই তোমার কাছে থাকতে মন চায় সবসময়।