Friday, April 1, 2011

অসহায় বাংলা আর লিডারের সম্ভাবনা

আমার অফিস ফার্মগেট। আমি থাকি মিরপুর শেওড়াপারা। সকালে প্রতিদিন আমি বাস-এ উঠতে পারি না আর রিকশা করে আমার যাত্রা শুরু হয়। বেশি সময় লাগে না আমার অফিসে পৌঁছতে। ভালো লাগে সকালে মিষ্টি বাতাস। সকালের বাতাসটা যে কি মধুর যারা সকালে রিকশা করে যাত্রা করে তারা বুঝতে পারে অনেক বেশি।


আমি যখন আগাঁরগাও মোড়ে পৌঁছছি, দেখলাম বিশাল জ্যাম। আমি আশা করতে লাগলাম যে জাম শেষ হবে তাড়াতাড়ি কারন ঔ জাইগাই বেশিক্ষন দাড়াতে হয় না। আমি জানি ঢাকা শহরে অনেক জ্যাম। আমার ধারনা আধাঘন্টার মধ্যে যে কোন সিগনাল অন্তত একবার সিগনাল ছাড়ে।

আমি অপেক্ষার প্রহর গুনতে লাগলামআমার সময় বুঝি আর শেষ হয় নাআস্তে আস্তে আমার সমস্ত অনুভূতি যেন ভোঁতা হতে শুরু করলগরমে আমার শরীর অতিষ্ঠ হতে শুরু করলআমি আমি অসহায় এর মতো আমার মিনিট গুনতে থাকলামআমি দেখছি সাধারণ মানুষ কতই না ধর্যের পরীক্ষা দিচ্ছেসবাই অসহায় হয়ে আছে সিস্টেম এর কাছেএ থেকে তাদের কি কোনদিন মুক্তি হবে নাপ্রাই এক ঘন্টা পরে আমার পরীক্ষা শেষ হলআমি আমার গন্তব্য স্থানে ফিরতে সক্ষম হলাম
পরে আমি জানলাম আমাদের জ্যাম এর আসল কারণআমি জানলাম এক VIP লেকের কারণে এই জ্যাম এর জন্মআমার প্রশ্ন সেই ভিইপ পার্ছনের কাছেআপনারা কি জানেন কত মানুষ আপনাদের কারণে এতো কষ্ট করে? যারা ট্রাফিক সিগনালে থাকেন তারা কি জানেন না কতক্ষণ আগে থেকে সিগনাল বন্ধ করতে হয়? কি কারণে আপনারা এই সব করেন? প্রতিটি ভিয়াইপি পার্ছন আমাদের কাছে মূল্যবানতাদের জন্য পাঁচ অথবা দশ মিনিট আগে সিগনাল বন্ধ করলে হয়এমনিতে আমরা রাস্তার জ্যাম এ পরে আমাদের মূল্যবান সময় নষ্ট করছিতার উপর আমাদের সিস্টেমআর কতো আপনাদের অত্যাচার মানুষ সইবে?

আমরা সাধারণ মানুষরা কতো অসহায়কতো জিম্মি আমাদের সিস্টেমের কাছেএর থেকে কি কোন দিন জাতি মুক্ত হবে না? এর থেকে কি কোন দিন একটা ভাল নেতার জন্ম হবে না? আমি বিশ্বাস করি, যেখানে নেতার অভাব থাকে সেখানে নেতা জন্ম হয়যেমন বায়ান্ন, একাত্তর এ লিডার এসেছিলএক সময় এক নেতার জন্ম হবেযার হাতে যাদু থাকবেসব কষ্ট বাঙ্গালীর দূর হবেআমি রইলাম সেই লিডারের প্রতীক্ষায়সে আসবে আসবেই আমাদের দুর্দশা দূর করতে  
   


 


Friday, January 7, 2011

আমার ছোট্ট একটা চিঠি

অনেক রাগ আমার প্রতি তাই না? আমি তোমাকে কতোটা স্নেহ করি আর ভালবাসি তা তুমি ভাল করে জানতার পরেও তুমি... যাক এইসব কথাআমার এমন কোন দিন কাটে না তোমার কথা চিন্তা না করে

আমি তোমাকে বলেছি যে আমার প্রতি ভুল বুঝ না কোনদিনআর এটাও বলেছি তুমি একদিন ভুলবুঝবে আমাকেকিন্তু এত তাড়াতাড়ি হবে ভাবিনিআমি তোমাকে অনেক অনেক ভালবাসি, আর সারা জীবন ভালবাসব কোন কিছুর আসা ছাড়াই


আমি আমার সমস্যার কথা তোমাকেই তো বলি তুমি বুঝবে বলে, নইলে হয়তো এইভাবে বলতাম নাআমার কথা না ভাব নাই, আমার কথা ভাল না লাগলে নাই, আমার সাথে যোগাযোগ না রাখ নাই, কিন্তু তুমি তোমার কথা ভাব সবসময়, অনেক ভালথাকবে



আর যদি কোনদিন গোধূলিলগ্নে, নীল-লাল আভার সন্ধিখনে, হারানো সুরের গানের মাঝে পাখির কলরবে ভাসন্ কন্ঠ শুনতে পাও, ইশারা করো সপ্ন ছূয়ে, দেখবে পড়ন্ত বিকেল যেন সপ্নিল হয়ে ধরা দিবে তোমার হাতেআমি তোমার পাশে আছি, পাশে থাকব সারা সময় তোমার হারানো সুর হয়ে



ইতি,
ফিরে দেখা সময়