Friday, January 7, 2011

আমার ছোট্ট একটা চিঠি

অনেক রাগ আমার প্রতি তাই না? আমি তোমাকে কতোটা স্নেহ করি আর ভালবাসি তা তুমি ভাল করে জানতার পরেও তুমি... যাক এইসব কথাআমার এমন কোন দিন কাটে না তোমার কথা চিন্তা না করে

আমি তোমাকে বলেছি যে আমার প্রতি ভুল বুঝ না কোনদিনআর এটাও বলেছি তুমি একদিন ভুলবুঝবে আমাকেকিন্তু এত তাড়াতাড়ি হবে ভাবিনিআমি তোমাকে অনেক অনেক ভালবাসি, আর সারা জীবন ভালবাসব কোন কিছুর আসা ছাড়াই


আমি আমার সমস্যার কথা তোমাকেই তো বলি তুমি বুঝবে বলে, নইলে হয়তো এইভাবে বলতাম নাআমার কথা না ভাব নাই, আমার কথা ভাল না লাগলে নাই, আমার সাথে যোগাযোগ না রাখ নাই, কিন্তু তুমি তোমার কথা ভাব সবসময়, অনেক ভালথাকবে



আর যদি কোনদিন গোধূলিলগ্নে, নীল-লাল আভার সন্ধিখনে, হারানো সুরের গানের মাঝে পাখির কলরবে ভাসন্ কন্ঠ শুনতে পাও, ইশারা করো সপ্ন ছূয়ে, দেখবে পড়ন্ত বিকেল যেন সপ্নিল হয়ে ধরা দিবে তোমার হাতেআমি তোমার পাশে আছি, পাশে থাকব সারা সময় তোমার হারানো সুর হয়ে



ইতি,
ফিরে দেখা সময়