Thursday, August 20, 2015

জিয়ানকে মনে করে

তুমি আমার কষ্ট নিবারক
একমাত্র যন্ত্র,
তোমার মুখটা আমার কাছে
ভাললাগার মন্ত্র।

যখন আমি বাসায় ফিরি
অনেক ক্লান্তি নিয়ে,
ভুলিয়ে দাও সবকিছু
অনেক ভালবাসা দিয়ে।

তুমি যখন আব্বু বলে
ডাক দাও আমাকে,
জড়ায়ে নিতে ইচ্ছা করে
শুধু আমার বুকে।

মন হৃদয় আর অন্তরটা
দাও তুমি ভরিয়ে,
তাইতো তুমি আমার জান
থাক ভালবাসায় জড়িয়ে।

ছোট ছোট দুষ্ট পায়ে
যখন তুমি চল সামনে,
মনে হয় মাটি হয়ে
থাকি তোমার পায়ে।

তোমার ওই ভুবন জয়ী হাসি
কেরে নেয় আমাকে,
মনে হয় বেঁচে থাকি
হাজার বছর ধরে।

জেনির জন্য আমার মমতা

আমার এই মরা জীবনে
তুমি আমার অবলম্বন,
তাইতো তোমার মুখটা আমি
দেখে থাকি সারাক্ষণ।

তুমি যখন কর দুষ্টমি
আমার অনেক রাগ হয়,
সাদা মনে তাকালে তুমি
ভেসে যাই মমতায়।

আমি জানি তোমার দুষ্টমি
হবে না এখনে শেষ,
পাবনা জানি একদিন
তোমার মাঝে এর বিন্দুমাত্র লেশ।

কোনদিন তোমার অপরাধে
শাস্তি যদি দেই আমি,
বুকটা আমার ফেটে যায়
বুঝে শুধু অন্তরজামি।

দিন দিন দেখতে দেখতে
বড় হচ্ছ তুমি এই জগতে,
দোয়া করি বেঁচে থাক
সবার মনকে জয় করে।

তোমার ভাল চাওয়া

জানি আজ আমার উপর
হয়ত অনেক রাগ হচ্ছে,
একদিন তুমি বুঝবে সব
তখন আমায় পরবে মনে।

আমি তোমার ভালই চাইব
এই কথাটি রাখ মনে,
সেটা তুমি বুঝবে একদিন
বলবে সেসব জনে জনে।

তোমার ইচ্ছা পূরণ হউক
এই কামনা করি সব সময়,
আমার ভাল কাজের বিনিময়ে
যেন তোমার ভাল হয়।

তোমার জন্য শুভকামনা

শুভ হউক তোমার ভ্রমণ
এটাই শুধু করি দোয়া,
সমস্ত বিপদ হটে যাক
এটাই আমার মনের চাওয়া।

তোমায় অনেক কষ্ট দিয়েছি
ভূলে যেও সব,
নতুন আংগিনা ডাকছে তোমায়
জানিয়ে কলরব।

জানি এখন ব্যস্ত থাকবে
তোমার মনের জগতে,
তাইতো আমি চলে যাচ্ছি
আমার পুরানো গলিতে।

তোমাকে স্মরণ

আজ অনেক দিন পর
দেখলাম তোমায় আমার আংগিনায়,
হতভম্ব, আজ আমি
এই দুনিয়াতে বরই অসহায়।

তোমার ওই মিষ্টি হাসি
আজও যেন বিদ্যমান,
লুটাতে চাই সর্বস্ব আমার
করিয়ে নিজেকে অপমান।

তোমার চোখে চোখ রাখতে
বরই ইচ্ছা হয় আমার,
তোমার কাছে ছোট বলে,
বিষ ফোরা হয়েছি সবার।

জগতের বর পাপিষ্ঠ বলে
কেউ দেয় না একটু প্রশ্রয়,
আসায় থাকি স্বপ্ন নিয়ে
তোমাতে হবে আমার প্রলয়।

Tuesday, August 18, 2015

বোনের কাছে মাফ চাওয়া (এই লেখাটি লিখেছি জানুয়ারি – ২, ২০১৪ তারিখে )

 দুষ্ট ছোট্ট বোনটি আমার

তোমায় লেখা এই কবিতা,
 মাফ চাচ্ছি কালকের জন্য
ছিল আমার অনেক ব্যস্ততা।

দেখবে একদিন পুসিয়ে দেব
তোমার চাওয়া খনটি,
সেই আশায় বসে আছি
তোমার পাগল এই ভাইটি।

ভাবতে পারবে না চমকে
দিব তোমায় একদিন,
দেখব কতটা যত্ন কর
আমায় তুমি সেই দিন।

বেশি ভাবনা আমার কথা
বুঝবে না আমায় কোনোদিনো,
বুঝার জন্য মানুষ এই
পৃথিবীতে অনেক বেশি ক্ষিনো।  

তোমাকে বুঝা

যখন আমি দেখি তোমায়
গভীরতায় যাই হারিয়ে,
বুঝতে চাই হৃদয়ের কথা
অনেক মমতা আর ভালবাসা দিয়ে।

তুমি যখন আমার সামনে
হাঁস মন খুলে,
মনে হয় তাকিয়ে থাকি
জগৎ সংসার ভূলে।

যখন তোমার চোখ পরে
আমার চোখের উপরে,
ভেসে যাই রং এর জগতে
সমস্ত বাঁধা উপেক্ষা করে।
 

তোমার মূল্য

তোমার চোখে চোখ রাখতে
এত দুরে এসেছি আমি,
ফিরিয়ে কি দেবে আমায়
তুমি কি এতটাই দামি?

তোমার মনের রং দেখতে
আসে হয়ত অনেকে,
সবাই কি পারে আমার মত 
রং এর কথা বুঝতে?

তোমার চোখের গভীরতা
শুধুই বুজি আমি,
তাইতো আমার জন্ম
বোজায় আমাকে আমার অন্তরজামি।

Monday, August 17, 2015

তোমার জন্য

তোমার জন্য আকাশ সৃষ্টি,
তোমার জন্য ঝড়ে বৃষ্টি,
তোমার জন্য এই পৃথিবী,
ভাবতে লাগে অনেক মিষ্টি।

তোমার কথায় ভরে মন,
তাইতো আসি বারে বারে,
মরব বলে পন করেছি,
তোমার আংগিনায় খেলতে খেলতে।

তোমার অবশিষ্ট ভালবাসায়,
সিক্ত হতে চায় এই হৃদয়,
বেঁধে রাখি অনেক কষ্টে,
ধরাতে তাই এত প্রলয়।